মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

অধম ছাড়া কে আর আছে দুনিয়ায়

 অধম বলে বন্ধু তুমি

ভালোবাসো নি আমায়

অধম ছাড়া কে আর আছে দুনিয়ায়

বলো বন্ধু আমায়

অধম ছাড়া কে আর আছে দুনিয়ায়।

কত অধম মসজিদ ঘরে

হাত তুলিয়া প্রার্থনা ধরে

আবার কেহ মসজিদের বাহিরে

থালা লইয়া সাহায্য চায়

জগত জুড়ে সবাই অধম

অধমের আছে যে দম

তাই তো বলেছি ভালোবাসি তোমায়

অধম ছাড়া কে আর আছে দুনিয়ায়

বলো বন্ধু আমায়।

দমের ঘরে মহাজন

কেউ বুঝে কেউ বুঝে না যখন

দম থাকিতে আমি অধম

ভালোবাসি তোমায়

অধম ছাড়া কে আর আছে দুনিয়ায়।

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

রূপ আর অর্থ দেখে নয়

শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে লিফটের সামনে একটি মেয়েকে কাঁদতে দেখে তাকে জিজ্ঞেস করলাম কাঁদছেন কেনো? —সে বলল “কোনো কিছু বলতে ইচ্ছুক নই” আমার আর বুঝতে বাকি রইল না “পেয়ে হারানোর যন্ত্রণা কেমন হয়।” মেয়েটিকে টিস্যু দিয়ে বললাম কান্না করেন মনপ্রাণ খুলে কান্না করেন আর এই টিস্যু দিয়ে চোখের পানি মুছেন। ফিরে আসি চায়ের দোকানে অফিস কলিগদের সাথে চায়ের আড্ডা শেষ করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার লিফটের সামনে মেট্রো স্টেশনে উঠবো, ঠিক সেসময় মেয়েটি পিছন থেকে ডাক দিয়ে তার পুরো ঘটনাগুলো বলল। মেয়েটি একজনকে ভালোবেসে প্রতারণা শিকার, তার প্রিয় মানুষের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিলো, এখন ছেলেটি তাকে বিয়ে করতে ইচ্ছুক নয়, সব সম্পর্ক ছিন্ন করে দিয়ে ছেলেটি বিদেশ চলে যাচ্ছে। মেয়েটি এই সত্য জানার পর থেকেই কান্না করতে ছিলো এইভেবে যে এখন সে কিভাবে তার পরিবারের কাছে মুখ দেখাবে! হায় আপসোস বড্ড আপসোস “মানুষ প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে! “প্রেমিক হও পরে, মানুষ হও আগে।” মানুষ ঠকিয়ে সব হয় শুধু আত্মার উন্নত হয় না। একটি গানের লিরিক আছে “ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছো ভালোবেসে যাইও।” এই পৃথিবীতে তারাই ব্যথিত হয় যারা হৃদয় দিয়ে ভালোবাসে! ভালোবাসা সুন্দর যদি ভালো মানুষকে ভালোবাসতে পারেন, রূপ আর অর্থ দেখে নয় সুন্দর হৃদয় আছে এমন একজন মানুষকে ভালোবাসুন আপনি সুখী মানুষ হবেন।

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সে ভালোবাসা বাসিনি তাকে

 চরণ ধরিয়াও ধরিতে পারি না

দেখিয়াও দেখি না ছবি

আঁধারে গিয়াছি ডুবি

আমি অধম আঁধারে রয়েছি ডুবি।

এতো নিকটে

মনে হয় সে সাথে

ধরিতে গেলেই

ফাঁকি দেয় আমাকে

দেখিয়াও দেখি না ছবি

আমি অধম আঁধারে রয়েছি ডুবি।

শুনি তারই কথা

প্রাণে আমার ব্যথা

শুনিয়াও শুনি না তার বাণী

আমি অধম আঁধারে রয়েছি ডুবি।

ভালোবাসিলে ভালোবাসে

ভালোবাসায় রাখে তার সাথে

সে ভালোবাসা বাসিনি তাকে

আঁধারে রয়েছি ডুবি

আমি অধম আঁধারে গিয়াছি ডুবি।

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

আমি মানুষ খুঁজছি

 আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি পৃথিবীতে দুইধরনের মানুষ, 

কিছু মানুষ আছে যাদের হৃদয় আছে আর কিছু মানুষ আছে যাদের হৃদয় নেই, 

এরা এলিয়েন বা সেলফিশ প্রকৃতির। 

এই হৃদয়হীন মানুষগুলি আপনাকে দুঃখ দিতে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাববে না। 

এরা ভালোবাসার নামে প্রতারণা করে, বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে স্বার্থের জন্য, 

উপকারের প্রতিদান হিসেবে আপনারই ক্ষতি করে। 

এই হৃদয়হীন মানুষগুলি কাউকে ঠকালে বিন্দু পরিমাণ নিজেকে অপরাধী মনে করে না, 

এদের মধ্যে অনুশোচনা বা বোধ নেই। 

যে মানুষগুলির হৃদয় আছে, তারা আত্মত্যাগী হয়, বিবেকবান হয়, 

দায়িত্ব নিয়ে কাজ করে, এরা কাউকে ঠকায় না, কথা দিয়ে কথা রাখে, 

ভালোবাসার নামে প্রতারণা করে না, স্বার্থ ছাড়াই বন্ধুত্বের বন্ধন অটল রাখে, 

উপকারের প্রতিদান হিসেবে কিছুই চায় না। 

এদের আছে মনুষ্যত্ববোধ, এদের আছে হৃদয়, এদের হৃদয়ে আছে ভালোবাসা। 

জালালুদ্দিন রুমির রচিত একটি গল্পে এমন ছিল, 

“এক ব্যক্তি দিনের আলোতেও প্রদীপ জ্বালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। 

লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, 

“এই প্রখর রোদে প্রদীপ জ্বালিয়ে কী করছেন? 

সাধক উত্তর দিলেন— ‘আমি মানুষ খুঁজছি। 

লোকেরা বললো, ‘সবাইই তো মানুষ!’ 

সাধক বললেন, ‘না, তারা হাঁটে, কথা বলে, 

কিন্তু তাদের হৃদয় ঘুমিয়ে আছে।” 

হৃদয়হীন আর হৃদয়বান এই দুইধরনের মানুষ দিয়েই এই পৃথিবী। তাই আমি প্রায় বলি, 

“মানুষ ঠকানো ভালো না, মানুষকে ঠকিও না। 

আজ তুমি মানুষ ঠকাবে, আল্লাহ তোমাকে ঠেকাবে 

সেদিন আর তুমি পার পাবে না।” 

আপনি কোন শ্রেণিতে অন্তর্ভুক্ত মানুষ নিজেকে জিজ্ঞেস করেন, 

হৃদয়হীন নাকি হৃদয়বান মানুষ। যদি হৃদয়হীন মানুষ হন তাহলে আপনি 

সত্যিকারের মানুষ নন, আপনি হচ্ছেন এলিয়েন বা সেলফিশ মানুষ। 

আর যদি হৃদয়বান মানুষ হন আপনিই হচ্ছেন প্রকৃত সে মানুষ, 

যার জন্য আল্লাহ অপেক্ষায় থাকেন কখন আপনি তার নিকট ফিরে যাবেন। 

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

খুন হয়েছি তোমাতে

 তুমি আমাকে খুন করেছ তোমার চোখের মায়াতে 

আমি খুন হয়েছি তোমাতে, 

তোমার গালে থাকা ছোট্ট ঐ তিলের কসম 

আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কখন টের পাইনি। 

বই বিক্রেতা মেয়েটিকে

 ভালোবাসি আপনাকে’ এই কথাটি বলতে পারিনি বই বিক্রেতা মেয়েটিকে। 

হায় সেদিন

 যদি দেখি কোনোদিন তারে 

অন্যের হাত ধরে 

যাচ্ছে হেঁটে নয়নের সামনে, 

হায় সেদিন যতই পাই দুখ 

তবু বলবো তারই হোক সব সুখ।

পবিত্র বেদনা

 তুমি সেই রহস্য, যার মধ্যে প্রেম খুঁজতে গিয়ে,— আমি পবিত্র বেদনা নিয়ে ফিরে আসি!

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ভালোবাসি আপনাকে

 কবির পাঞ্জাবির পকেটে ছিল একটি গোলাপ একটি লাভ ক্যান্ডি।

ছুটে চলছে কবি বইমেলার দিকে। কবির হৃদয়ে জেগেছে প্রেম।

কবি খুন হয়েছে বই বিক্রেতা মেয়েটির চোখের মায়াতে।

বইমেলায় এসেই কবি ছুটলো মেয়েটির স্টলের দিকে।

বই বিক্রেতা মেয়েটির কাছাকাছি যাওয়ার আগ মুহূর্তেই

কবিকে দেখে ছুটে আসলো একটি যুবক ছেলে।

কবিকে লম্বা একটি সালাম দিয়ে বলল

‘আপনার রচিত কবিতাটি আমি পড়েছি, সুন্দর হয়েছে বেশ।

যুবকটি আরও বলল ‘আমার জানা ছিল না এতো কিছু

আপনার কবিতা পড়ে আমি ওর বিষয়ে অনেক তথ্য জেনেছি

আমার জন্য সহজ হয়েছে।’

কবি চুপ হয়ে দাঁড়িয়ে যুবক ছেলেটিকে জিজ্ঞেস করল

‘আপনি কি ভালোবাসেন তাকে? ছেলেটি উত্তরে ‘হ্যাঁ বলল।

কবি বই বিক্রেতা মেয়েটির দিকে একনজর তাকিয়ে

ছেলেটিকে বলল ‘মা মরা মেয়েটাকে কখনো কষ্ট দিয়েন না,

তাকে ভালো রাখবেন, ভালো রাখার চেষ্টা করবেন।

কবি আরও বলল ‘যদি কোনদিনও শুনি তাকে কষ্ট দিয়েছেন আপনি

সে ক্ষমা করলেও আমি কোনদিন আপনাকে ক্ষমা করবো  না।

পৃথিবীর সব ভালো আপনাদের হোক। শুভ কামনা রইলো।’

পরিশেষে বই বিক্রেতা মেয়েটির হাতে একটি লাভ ক্যান্ডি দিয়ে

কবি বলল ‘আসসালামু আলাইকুম,

যার অর্থ আপনার ওপর শান্তি বর্ষিত হোক।

কবির পাঞ্জাবির পকেটে গোলাপ আর হৃদয়ের চোখে জল।

কবি হাসলো, ব্যথিত হৃদয় নিয়ে পথ চলল।

বলা হয়নি বই বিক্রেতা মেয়েটিকে, ভালোবাসি আপনাকে।

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

কিছু কিছু মানুষ আছে

"কিছু কিছু মানুষ আছে
কথা কয় ভালো বাসে।
কিছু কিছু মানুষ আছে।
কিছু কিছু মানুষ আছে
কথা কয় ভালো বাসে।
কিছু কিছু মানুষ আছে।
আসলে ভালো বাসে না
আপন তোমায় করে না।।
প্রয়োজনে প্রিয়জন।।
হতে তারা আসে।
কিছু কিছু মানুষ আছে।
কিছু কিছু মানুষ আছে
কথা কয় ভালো বাসে।
কিছু কিছু মানুষ আছে।
গিয়ে দেখি চিড়িয়াখানায়
গাধা ঘোড়া একই জাগায়।।
পশু দেখে পশুরে হায়।।
মানুষ হইতে মন কাঁদে।
কিছু কিছু মানুষ আছে।
কিছু কিছু মানুষ আছে
কথা কয় ভালো বাসে।
কিছু কিছু মানুষ আছে।"

শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

করিস না আর ভণ্ডামি

 তোরা বৃক্ষ ছাইড়া লতা নিয়া করিস ভাই টানাটানি 

এইভাবেই মূল ছাড়িয়া ভুলেরে জন্ম দিলি 

দেখিয়া তোদের ধর্মের কাণ্ড অধমের নাই মনে আনন্দ 

আমার গেছে মুর্শিদ রতন তার স্মরণে কর আয়োজন 

করিস না ভাই আর ভণ্ডামি। 

কলি থেকে ফুল হয় ফুল থেকে হয় অলি 

যার নাই হৃদয়ে মুর্শিদ প্রেম সেই করে ভণ্ডামি 

দেখিয়া তোদের ধর্মের কাণ্ড অধমের নাই মনে আনন্দ 

আমার গেছে মুর্শিদ রতন তার স্মরণে কর আয়োজন 

করিস না আর ভণ্ডামি। 

খ্যাতি আর অর্থের লোভে গাইস না কেউ ধর্মের গান 

ত্যাগই হচ্ছে প্রকৃত ইসলাম শিখাইছে মুর্শিদ মহান 

তারেই কর অনুসরণ তারেই কর অনুকরণ তবেই পাবি সে রূপদর্শন 

যারে পেতে তুই মানবকূলে আসিলি। 

আত্মার শান্তি পাইতে চাইলে আত্মত্যাগী হয়ে যা 

আপনার মাঝে ডুবে গিয়ে আপনার মাঝে হ ফানা 

থাকিস না আর ভবে কানা কানার নাই ধর্ম মনা 

মুর্শিদ বিনে কেউ পাইনা খোদার ঠিকানা 

যারে তারে মুর্শিদ মানলে হারাবি ভাই তোর ঈমান 

আল্লা রাসুল যে পাইছে তারে কয় মুর্শিদ মহান 

কোন এক কর্মগুণে অধম পাইয়া ছিলো এমন মুর্শিদ 

যার দিদারে ভুলিতো যন্ত্রণা হইতো কলবে আল্লা নামের জিকির 

আমার গেছে মুর্শিদ রতন তার স্মরণে কর আয়োজন 

করিস না আর ভণ্ডামি। 

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...