বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ভালোবাসি আপনাকে

 কবির পাঞ্জাবির পকেটে ছিল একটি গোলাপ একটি লাভ ক্যান্ডি।

ছুটে চলছে কবি বইমেলার দিকে। কবির হৃদয়ে জেগেছে প্রেম।

কবি খুন হয়েছে বই বিক্রেতা মেয়েটির চোখের মায়াতে।

বইমেলায় এসেই কবি ছুটলো মেয়েটির স্টলের দিকে।

বই বিক্রেতা মেয়েটির কাছাকাছি যাওয়ার আগ মুহূর্তেই

কবিকে দেখে ছুটে আসলো একটি যুবক ছেলে।

কবিকে লম্বা একটি সালাম দিয়ে বলল

‘আপনার রচিত কবিতাটি আমি পড়েছি, সুন্দর হয়েছে বেশ।

যুবকটি আরও বলল ‘আমার জানা ছিল না এতো কিছু

আপনার কবিতা পড়ে আমি ওর বিষয়ে অনেক তথ্য জেনেছি

আমার জন্য সহজ হয়েছে।’

কবি চুপ হয়ে দাঁড়িয়ে যুবক ছেলেটিকে জিজ্ঞেস করল

‘আপনি কি ভালোবাসেন তাকে? ছেলেটি উত্তরে ‘হ্যাঁ বলল।

কবি বই বিক্রেতা মেয়েটির দিকে একনজর তাকিয়ে

ছেলেটিকে বলল ‘মা মরা মেয়েটাকে কখনো কষ্ট দিয়েন না,

তাকে ভালো রাখবেন, ভালো রাখার চেষ্টা করবেন।

কবি আরও বলল ‘যদি কোনদিনও শুনি তাকে কষ্ট দিয়েছেন আপনি

সে ক্ষমা করলেও আমি কোনদিন আপনাকে ক্ষমা করবো  না।

পৃথিবীর সব ভালো আপনাদের হোক। শুভ কামনা রইলো।’

পরিশেষে বই বিক্রেতা মেয়েটির হাতে একটি লাভ ক্যান্ডি দিয়ে

কবি বলল ‘আসসালামু আলাইকুম,

যার অর্থ আপনার ওপর শান্তি বর্ষিত হোক।

কবির পাঞ্জাবির পকেটে গোলাপ আর হৃদয়ের চোখে জল।

কবি হাসলো, ব্যথিত হৃদয় নিয়ে পথ চলল।

বলা হয়নি বই বিক্রেতা মেয়েটিকে, ভালোবাসি আপনাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...