সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

রূপ আর অর্থ দেখে নয়

শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে লিফটের সামনে একটি মেয়েকে কাঁদতে দেখে তাকে জিজ্ঞেস করলাম কাঁদছেন কেনো? —সে বলল “কোনো কিছু বলতে ইচ্ছুক নই” আমার আর বুঝতে বাকি রইল না “পেয়ে হারানোর যন্ত্রণা কেমন হয়।” মেয়েটিকে টিস্যু দিয়ে বললাম কান্না করেন মনপ্রাণ খুলে কান্না করেন আর এই টিস্যু দিয়ে চোখের পানি মুছেন। ফিরে আসি চায়ের দোকানে অফিস কলিগদের সাথে চায়ের আড্ডা শেষ করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার লিফটের সামনে মেট্রো স্টেশনে উঠবো, ঠিক সেসময় মেয়েটি পিছন থেকে ডাক দিয়ে তার পুরো ঘটনাগুলো বলল। মেয়েটি একজনকে ভালোবেসে প্রতারণা শিকার, তার প্রিয় মানুষের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিলো, এখন ছেলেটি তাকে বিয়ে করতে ইচ্ছুক নয়, সব সম্পর্ক ছিন্ন করে দিয়ে ছেলেটি বিদেশ চলে যাচ্ছে। মেয়েটি এই সত্য জানার পর থেকেই কান্না করতে ছিলো এইভেবে যে এখন সে কিভাবে তার পরিবারের কাছে মুখ দেখাবে! হায় আপসোস বড্ড আপসোস “মানুষ প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে! “প্রেমিক হও পরে, মানুষ হও আগে।” মানুষ ঠকিয়ে সব হয় শুধু আত্মার উন্নত হয় না। একটি গানের লিরিক আছে “ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়াছো ভালোবেসে যাইও।” এই পৃথিবীতে তারাই ব্যথিত হয় যারা হৃদয় দিয়ে ভালোবাসে! ভালোবাসা সুন্দর যদি ভালো মানুষকে ভালোবাসতে পারেন, রূপ আর অর্থ দেখে নয় সুন্দর হৃদয় আছে এমন একজন মানুষকে ভালোবাসুন আপনি সুখী মানুষ হবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...