ঘুমানোর আগে ওরে অধম
গায়ে মাখিস গোলাপ চন্দন
হতে পারে এটাই তোর
শেষ ঘুম জীবন!
কি বলব আর পৃথিবীর কথা
স্বার্থের জন্য বেচে মাথা
সবার আছে নীতি বাক্য
নাই সত্য সাধন!
মনকে একদিন জিজ্ঞেস করি
কি সুখ কি দুঃখ তোমারই
সে বলল সবই ফাঁকি
বন্ধ হলে দুটি নয়ন!
তাই গোলাপ চন্দন মেখে
সকল কিছু রেখে
থাকিস অধম জেগে
হবে বাসর মিলন!
ভোরে নিস বিদায়
ঘুমের চেয়ে উত্তম বন্ধুর দিদার
হতে পারে এটাই তোর
শেষ ঘুম জীবন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন