তুমি আমাকে খুন করেছ তোমার চোখের মায়াতে
আমি খুন হয়েছি তোমাতে,
তোমার গালে থাকা ছোট্ট ঐ তিলের কসম
আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কখন টের পাইনি।
আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা, আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন