মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

আমি মানুষ খুঁজছি

 আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি পৃথিবীতে দুইধরনের মানুষ, 

কিছু মানুষ আছে যাদের হৃদয় আছে আর কিছু মানুষ আছে যাদের হৃদয় নেই, 

এরা এলিয়েন বা সেলফিশ প্রকৃতির। 

এই হৃদয়হীন মানুষগুলি আপনাকে দুঃখ দিতে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাববে না। 

এরা ভালোবাসার নামে প্রতারণা করে, বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে স্বার্থের জন্য, 

উপকারের প্রতিদান হিসেবে আপনারই ক্ষতি করে। 

এই হৃদয়হীন মানুষগুলি কাউকে ঠকালে বিন্দু পরিমাণ নিজেকে অপরাধী মনে করে না, 

এদের মধ্যে অনুশোচনা বা বোধ নেই। 

যে মানুষগুলির হৃদয় আছে, তারা আত্মত্যাগী হয়, বিবেকবান হয়, 

দায়িত্ব নিয়ে কাজ করে, এরা কাউকে ঠকায় না, কথা দিয়ে কথা রাখে, 

ভালোবাসার নামে প্রতারণা করে না, স্বার্থ ছাড়াই বন্ধুত্বের বন্ধন অটল রাখে, 

উপকারের প্রতিদান হিসেবে কিছুই চায় না। 

এদের আছে মনুষ্যত্ববোধ, এদের আছে হৃদয়, এদের হৃদয়ে আছে ভালোবাসা। 

জালালুদ্দিন রুমির রচিত একটি গল্পে এমন ছিল, 

“এক ব্যক্তি দিনের আলোতেও প্রদীপ জ্বালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। 

লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, 

“এই প্রখর রোদে প্রদীপ জ্বালিয়ে কী করছেন? 

সাধক উত্তর দিলেন— ‘আমি মানুষ খুঁজছি। 

লোকেরা বললো, ‘সবাইই তো মানুষ!’ 

সাধক বললেন, ‘না, তারা হাঁটে, কথা বলে, 

কিন্তু তাদের হৃদয় ঘুমিয়ে আছে।” 

হৃদয়হীন আর হৃদয়বান এই দুইধরনের মানুষ দিয়েই এই পৃথিবী। তাই আমি প্রায় বলি, 

“মানুষ ঠকানো ভালো না, মানুষকে ঠকিও না। 

আজ তুমি মানুষ ঠকাবে, আল্লাহ তোমাকে ঠেকাবে 

সেদিন আর তুমি পার পাবে না।” 

আপনি কোন শ্রেণিতে অন্তর্ভুক্ত মানুষ নিজেকে জিজ্ঞেস করেন, 

হৃদয়হীন নাকি হৃদয়বান মানুষ। যদি হৃদয়হীন মানুষ হন তাহলে আপনি 

সত্যিকারের মানুষ নন, আপনি হচ্ছেন এলিয়েন বা সেলফিশ মানুষ। 

আর যদি হৃদয়বান মানুষ হন আপনিই হচ্ছেন প্রকৃত সে মানুষ, 

যার জন্য আল্লাহ অপেক্ষায় থাকেন কখন আপনি তার নিকট ফিরে যাবেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...