বুধবার, ২৬ মার্চ, ২০২৫

অধমের মধ্যেই তুমি

 তুমি আমার এশক তামান্না

তোমাতে মাতাল আমি

দুনিয়ার নেশা তুচ্ছ

তুমি আমার কেন্দ্রবিন্দু

অধমের মধ্যেই তুমি।


অধম আর কত

অন্ধকারের পিছে

এবার আসো তুমি

আলোর সন্ধানে বসি

ঘুম ভাঙুক তোমার।


তোমার এশক ছাড়া

তোমার রূপ ছাড়া

তোমাকে ছাড়া

সব নেশা তুচ্ছ

বিশ্ব মাতাল অধম।


অধম মেহেদি রঙের মতো

রঙিন হোক এশক

সাজিয়ে তোলো জীবন

যেভাবে সেজেছে হাত

ইদ আসবে জীবনে।


অধম সৃষ্টি হয়ে

সৃষ্টির পিছে ক্যান ছোটাছুটি

আমি তো বিপদ দেখি তাতে

তুমি কি আনন্দ চাও না

ওরা হারিয়ে গেছে আঁধারে।


অধম যে এশক

যে রূপ

যে শরাব

যে আমি

সে তুমি।


গভীররাত তোমাকে ডাকে

ভোরের বাতাস মাখতে গায়ে

হও সবুজ বৃক্ষের মতো

অধম আমাকে ডাকো

ঠিক পাখিদের মতো সুরে সুরে।


এশকে তুমি আমার হও

জ্বালিয়ে ফেলো নিজেকে

অধম কসম বলছি

পুড়ে যাওয়া মানুষ মরে না

তুমি কি আলো হতে চাও না।


তামান্নাকে ছাড়া শূন্য

তামান্নাই সব

অথচ অধম তুমি সাজলে না

তামান্নাতে ডুবলে না

হায় দিন গড়িয়ে সন্ধ্যা।


অধমের মধ্যেই তুমি

এই আয়োজন তুমি

গান কবিতা তুমি

তোমাকে পাঠ করাই ধর্ম

তোমার স্বভাবই কর্ম।


অধম রুমিকে আমি

ঘুরতে দেখেছি পুড়তে দেখেছি

মরতে দেখিনি

যারা পুড়ে হায়

তারা আর মরে না।


অধম শান্ত নদী হও

গভীর জলের মুক্ত হও

এসো আমরা আলোর

সন্ধানে বসি

এটাই তোমার মুক্তির পথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...