বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

কিছু কিছু মানুষ আছে

"কিছু কিছু মানুষ আছে
কথা কয় ভালো বাসে।
কিছু কিছু মানুষ আছে।
কিছু কিছু মানুষ আছে
কথা কয় ভালো বাসে।
কিছু কিছু মানুষ আছে।
আসলে ভালো বাসে না
আপন তোমায় করে না।।
প্রয়োজনে প্রিয়জন।।
হতে তারা আসে।
কিছু কিছু মানুষ আছে।
কিছু কিছু মানুষ আছে
কথা কয় ভালো বাসে।
কিছু কিছু মানুষ আছে।
গিয়ে দেখি চিড়িয়াখানায়
গাধা ঘোড়া একই জাগায়।।
পশু দেখে পশুরে হায়।।
মানুষ হইতে মন কাঁদে।
কিছু কিছু মানুষ আছে।
কিছু কিছু মানুষ আছে
কথা কয় ভালো বাসে।
কিছু কিছু মানুষ আছে।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...