মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বিধি

বিশ্ব জুড়ে জ্বলছে আগুন দাবানলে

জ্বলছে আগুন মানুষের হৃদয়ে

খেলছো খেলা এই কোন আগুন নিয়ে

বিধি সৃষ্টির সঙ্গে!

কারো ঘর পুড়ে ছাই হয়েছে

আবার কারো পুড়ে নাই কিছু হৃদয়ে

দাবানলে পুড়ে পশু পাখি কত কি মরে

খেলছো খেলা এই কোন আগুন নিয়ে

বিধি সৃষ্টির সঙ্গে!

জল ঢালিতে তোমার যদি এতোই লাগে কষ্ট

ধ্বংস করে দাও এই সৃষ্টি তুমি যে শ্রেষ্ঠ

তবে কেনো পুড়িয়ে বিধি দাও কষ্ট?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...