খোদা তুমি কি পাথর হয়ে গেছো
খোদা তুমি কি দেখো না এই আর্তনাদ?
বাচ্চা শিশুদের চিৎকার, ফিলিস্তিনিদের কান্না
আর কত প্রাণ ঝরিলে ভাঙিবে তোমার ঘুম
পাঠাবে তুমি আবাবিল।
খোদা হয়তো ফিলিস্তিনিকে একবারে শেষ করো
বা শেষ করো গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে,
আর যেন না ঝরে কোনো নিস্পাপ শিশুর প্রাণ।
খোদা এই পবিত্র ভোরে
দুই হাত তুলে, তোমার কাছে বিচার দিলাম
ঐ অত্যাচারীদেরকে তুমি ধ্বংস করো
রক্ষা করো খোদা মুসলিমদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন