রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আমি সেই

আমি সেই অবহেলিত ফুল যে পড়ে থাকে ধূলিতে

প্রয়োজন শেষে হয়েছি ঠিকানা কারো পায়ের নিচে।

আমি সেই একাকী রাত্রি যার সঙ্গী হতে দ্বিধা করেছে আলো

হয়নি চাঁদ, হয়নি নক্ষত্র, বাসেনি কেউ ভালো।

আমি সেই ধূলিকণা ছিলাম কারো জুতোর তলে

আমি সেই অবহেলিত যার ঠিকানা হয়েছি ময়লার ডাস্টবিনে।

আমি সেই যে যুগে যুগে আসা অবহেলিত, ঘৃণিত, লাঞ্চিত

প্রিয় মানুষের অবহেলায় ব্যথিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...