মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

নবীন প্রবীণ

 যারা লেখক কবি 

অনেক মেধা, কেউবা টাকা খরচ করে বই গড়ি। 

আপনাদের প্রতি আমার আহ্বান 

টাকা দিয়ে বই কিনে তাদের পাশে দাঁড়ান। 

ফ্রিতে বই চেয়ে দিয়েন না কেউ লজ্জা, 

আপনার না থাকতে পারে লজ্জা 

আমার যায় মাথা কাটা। 

রক্তকে করে পানি 

মাথার ঘাম পায়ে ফেলি, 

আপনাদের ভালোবাসা পেতে সব ছেড়ে এসেছি সাহিত্য জগতে। 

পাঠকরাই একদিন হয় লেখক 

নবীনরা হয় প্রবীণ, 

ভুলে যাবেন না সবারই আসে সুদিন। 

আপনাদের প্রতি আমার আহ্বান 

টাকা দিয়ে বই কিনে তাদের পাশে দাঁড়ান। 

মরে গেলে আদর করলে 

লাভ নেই, পাওয়া যায় না কিছু 

বেঁচে থাকতে যোগ্য মানুষকে দেন প্রাপ্ত সম্মানটুকু। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...