মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

পশু নয় পশুত্ব দমন করো

 ভোগে ব্যস্ত সকলে 

ত্যাগের মহিমা বোঝে কজনে, 

পশু জবাইয়ে হয় কী কুরবানি 

যদি না নিজের পশুত্ব দমন করো তুমি। 

করলে না দমন আমিত্ব 

হলে না মন তুমি শুদ্ধ, 

লোভ-লালসায় মত্ত 

তোমার মধ্যে পশুর চরিত্র! 

পশু জবাইয়ে হয় কী কুরবানি 

যদি না নিজের পশুত্ব দমন করো তুমি। 

ইব্রাহিম নবি কুরবানি দিয়েছে 

নিজের প্রিয় ধন, 

তুমি কুরবানি দিয়েছো কী? 

শুদ্ধ হলে না তুমি মন। 

পরের ধন মেরে কিনলে তুমি গোরু কিংবা খাসি 

হজ্জে গেলে খোদাকে করতে খুশি, 

পবিত্র কাবার মালিকের কসম 

পবিত্র কাবাই বলে, আমি পাপী তুমি তার কারণ 

তুমি শুদ্ধ হলে না মন। 

জবাই হওয়া পশু বলে 

ফ্রিজে রাখলে আমায় কী কারণে, 

ভিখারি তোমার ঘরের দুয়ারে এসে— 

ফিরে যায় খালি হাতে। 

ভোগে ব্যস্ত সকলে 

ত্যাগের মহিমা বোঝে কজনে, 

ইব্রাহিম নবি কুরবানি দিয়েছে 

নিজের প্রিয় ধন, 

এমন কুরবানি আজ দেয় কজন! 

পশু জবাইয়ে হয় কী কুরবানি 

যদি না নিজের পশুত্ব দমন করো তুমি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...