মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

অন্ধের দেশে

 ১.

মূর্খ সূর্খ মানুষ বাপু ধর্মের এত বাণী 

তোমাদের এত জ্ঞান বুঝি না আমি। 

কুরআন পড়তে জানি না 

বেদ পড়তে জানি না 

বাইবেল পড়তে জানি না 

ত্রিপিটক পড়তে জানি না, 

গ্রন্থের চেয়ে মানুষ বড় মানুষ মানি। 

কী হবে ধর্মের এত বাণী দিয়ে 

কী হবে তোমাদের এত জ্ঞান নিয়ে? 

মানুষ যদি মানুষ না হয় এই ভবে। 

গফুর মণ্ডল বাড়িভাড়ার লাগি 

ফাটিয়েছে মাথা ভেঙেছে হাত 

রিকশাচালক জসিম মিয়ার ঘরেতে নাই ভাত, 

শিশু শ্রমিক সবুজের অনাহারে দিন কাটছে 

কী হবে বাপু ধর্মের এত বাণী দিয়ে? 

যারা বলে অভাবে নেই কেউ 

তাদের কানে পৌঁছায় না— 

এই মানুষগুলোর কষ্টের কথা, কান্নার ঢেউ। 

আছে যাদের বেশি 

বাড়িভাড়া মওকুফ করলে কী হয় ক্ষতি? 

ত্রাণ বিতরণের দায়িত্ব রাষ্ট্রপ্রধান দিয়েছে যাদের হাতে 

একশোর মধ্যে নিরানব্বই জনই চোর এই দেশে। 

অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসে 

মার খেয়েছে চশমা বিক্রেতা অন্ধদের হাতে! 

লেজ ছাড়া কুকুরগুলি পেয়ে ক্ষমতা আর দায়িত্ব 

হত্যা করছে মানবতা হাসিল করছে নিজ স্বার্থ। 

কী হবে তোমাদের এত জ্ঞান নিয়ে 

আমি তো মূর্খ সূর্খ মানুষ অন্ধের দেশে। 


২. 

দিচ্ছে পরিচয় মনুষ্যত্বের 

হচ্ছে জয় মানবতার, 

তোমরা যাদের ডাক্তার বলো 

তোমরা যাদের সাংবাদিক বলো 

তোমরা যাদের সেনাবাহিনী বলো 

তোমরা যাদের পুলিশ বলো 

বলো সেচ্ছাসেবী, 

তাদেরকে আমি মানুষ বলি 

শ্রদ্ধা সম্মান করি। 

দিন আনে দিন খায় 

যে মানুষগুলি 

তাদের হক মেরে খেয়ে 

হচ্ছে যারা ধনী, 

তাদেরকে তোমরা মানুষ বলো! 

আকৃতিতে মানুষ হলেও 

চরিত্রে ওরা পশু দেখি। 

তোমরা যাদের ডাক্তার বলো 

তোমরা যাদের সাংবাদিক বলো 

তোমরা যাদের সেনাবাহিনী বলো 

তোমরা যাদের পুলিশ বলো 

বলো সেচ্ছাসেবী, 

তাদেরকে আমি মানুষ নাহি বলি 

মানুষ আকৃতি থাকলেই 

সবাই মানুষ হয় কী? 

মূর্খ সূর্খ মানুষ বাপু ধর্মের এত বাণী 

তোমাদের এত জ্ঞান বুঝি না আমি, 

গ্রন্থের চেয়ে মানুষ বড় মানুষ মানি। 

আমি মানুষ মানুষ জপি 

মানুষের জন্য লড়ে যে 

তার পূজা করি, 

তোমরা যাদের মানুষ বলো 

তাদেরকে আমি পশু বলি। 


৩. 

পাঁচকেজি চাল এককেজি তেল 

আর আধাকেজি ডাল দিয়ে 

ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিলেন আপলোড 

মধ্যবিত্তকে ফকির বানিয়ে, 

হায়রে লোকদেখানো ত্রাণ 

লজ্জায় কাঁদে প্রাণ। 

অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসে 

মার খেয়েছে চশমা বিক্রেতা অন্ধদের হাতে! 

যে জাতির রক্তে দুর্নীতি মিশা 

সে জাতিকে নিয়ে কবি কত আর লিখবি কবিতা। 

মাটির নিচে চাল 

খাটের নিচে তেল, 

কারে বলবি এই কথা 

মানবতার ধর্ষক! সাজে ভালা, সব চোর শালা। 

ক্ষুধার জ্বালা বড় জ্বালা 

কারে দেখাবি মন এই দুঃখের মালা, 

লোকদেখানো ত্রাণ দেয়া কী ভালা? 

পেটে ক্ষুধার জ্বালা। 

যে জাতির রক্তে দুর্নীতি মিশা 

সে জাতিকে নিয়ে কবি কত আর লিখবি কবিতা। 


৪. 

মন মানুষের চরিত্রের দেখি দুর্দশা! 

কুকুর বুঝে কুকুরের ভাষা 

মানুষ হইয়া মানুষের ভাষা বুঝলি না, 

ওরে মানুষ মানুষ হইলি না 

মানব কুলে জন্ম নিলি মানুষ চিনলি না। 

বাড়িভাড়ার লাগি দুধের শিশুকে-সহ মধ্যরাতে ঘর ছাড়া করলি 

করোনা রোগী বলে ঘরে ঢুকতে নাহি দিলি 

জানাজার নামাজে জনসমুদ্র বানালি 

করোনার এই দিনে পা কেটে আনন্দ মিছিল করলি, 

ওরে মানুষ মানুষ হইলি না 

মানব কুলে জন্ম নিলি মানুষের মর্ম বুঝলি না। 

ওরে মানুষ আদর্শলিপি পড়লি 

হৃদয়ে আদর্শ ধারণ নাহি করলি 

মানুষ হইয়া মানুষের ভাষা শিখলি না। 

কারে বলবো মানুষ ‘শোন ওরে শোন।’ 

তুই মানুষ হইলি নারে পাপী মন। 

মানব কুলে জন্ম নিলি মানুষের মর্ম বুঝলি না। 

কলা আর মুড়ি খেয়ে কত মানুষ কাটায় দিন। 

শোধ করতে পারছিস-নি তোর মায়ের বুকের দুধের ঋণ! 

মন বিবেকের আদালতে প্রশ্ন রেখে বলি 

মানুষ হইয়া এই মানুষের জন্য, গর্ভধারিণী মায়ের জন্য কী করলি? 

যে জাতির রক্তে দুর্নীতি মিশা 

সে জাতিকে নিয়ে কবি কত আর লিখবি কবিতা। 

কুকুর বুঝে কুকুরের ভাষা 

মানুষের চরিত্রের দেখি দুর্দশা! মন তুই মানুষ হইলি না। 


৫. 

হিন্দু হইলি মুসলিম হইলি 

হইলি বৌদ্ধ খ্রিস্টান, 

মানুষ হইয়া মানুষের না গাইলি গান 

মানুষ যদি না বাঁচে ধর্ম করবে কে? 

গ্রন্থের চেয়ে মানুষ বড় মানুষ বাঁচা আগে। 

থালায় ফুল সাজিয়ে করিস যত পূজা 

মসজিদ ঘরে বসে যতই জপিস আল্লা, 

আসবে না তোর কোনো কাজে— 

মানব সেবা না করলে যে। 

ওরে মানুষ মানুষ হইলি না 

মানব কুলে জন্ম নিলি মানুষ চিনলি না 

মানুষের মর্ম বুঝলি না। 

রক্ষক হইয়া ভক্ষক হইলি 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেই মদ বিক্রি করলি! 

মনুষ্যত্ব নাইরে তোর লোভী তুই অর্থে 

মানুষ হইয়া মানুষ মারলি নিজ স্বার্থে। 

ওরে মানুষ, বনের-পশু লজ্জা পায় দেখে তোদের কর্ম। 

কুকুর বুঝে কুকুরের ভাষা 

মানুষ হইয়া মানুষের ভাষা বুঝলি না, 

আদর্শলিপি পড়লি তুই 

আদর্শ মানুষ হইলি না। 

ওরে মানুষ মানুষ ধরলি না 

মানুষ হইয়া মানুষের মর্ম বুঝলি না, 

মানুষ যদি না বাঁচে ধর্ম করবে কে? 

গ্রন্থের চেয়ে মানুষ বড় মানুষ বাঁচা আগে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...