মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি

রাত দিন তোমাকে বিরক্ত করি

তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি,

আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ

আমাকে অসভ্য উপাধি দিয়েছে

কিন্তু তুমি যে কিছুই বললে না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...