মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ক্ষয় নেই

 নিজেকে পরশ পাথর বানাও,

তোমার পরশে তোমার শত্রুরা স্বর্ণে পরিনত হোক।

নিজেকে ধারালো বানাও,

তোমার কণ্ঠের ধ্বনিতে, তোমার চাহনিতে

কেটে ভেঙে পড়ুক দুর্নীতিবাজদের গদি।

নিজেকে সৎ বানাও

নিজেকে নিজে মানুষ বানাও,

তোমার মানবসত্তা দেখে জাগ্রত হোক

সেসকল লোকদের মনুষ্যত্ববোধ

যারা গিলে খাচ্ছে, চুষে খাচ্ছে অন্যের হক।

হ্যাঁ নিজেকেই নিজে ভালো রাখো

ভালো থাকো,

ভালোর পথে হেঁটে চলো।

তুমি ভীতু হয়ো না, সৎ যে তার জয় হবে

তুমি নিরাশ হয়ো না, তোমার ক্ষয় নেই

ভয় নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...