মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মুজিবের জন্য শোক

 এই সবুজ শ্যামল দেশে

এই স্বাধীন বাংলাদেশে,

আর না আসুক পনেরো আগষ্ট

আর না আসুক জুলাই।


মুসলিম যাক মসজিদে

হিন্দু যাক মন্দিরে,

খ্রিস্টান যাক গির্জায়

বৌদ্ধ করুক প্রার্থনা।


শান্তি থাকুক, মানুষ বাঁচুক

বৈষম্য নয়, দেশ হোক সবার

বাঙালি যদি না থাকে

পরিচয় কি তোমার আমার?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...