মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

পৃথিবী ময়লার ডাস্টবিন

 হে ডাক্তার মানুষ হইও,

হে শিক্ষক মানুষ হইও,

হে পুলিশ মানুষ হইও,

হে কবি মানুষ হইও,

নইলে তোমার হাতে মানুষ বাঁচবে না,

নইলে তোমার হাতে মানুষ জন্মাবে না,

নইলে তোমার কাছে কেউ নিরাপদ নয়,

নইলে তোমার কারণে পৃথিবীতে প্রেম নেই।

মানুষ না বাঁচলে, মানুষ না জন্মালে,

মানুষ নিরাপদে না থাকলে,

পৃথিবী প্রেম না পেলে, সবকিছু শূন্য!

হে মানুষ,

যে যাই হও চরিত্রে মানুষ হইও,

মানুষ ছাড়া পৃথিবী ময়লার ডাস্টবিন!

তুমি তোমরাই বলো—

ময়লার ডাস্টবিনে মানুষ বাঁচতে পারে?

মানুষ তো থাকবে ফুলের বাগানে,

মানুষ থাকবে প্রেমের বাগানে।

মানুষ তো সুবাসের মতো—

ছড়িয়ে দিবে প্রেম, আর পৃথিবী হবে

শান্তির-স্থান বা প্রেম নগর।

হে ছাত্র মানুষ হইও,

হে ধার্মিক মানুষ হইও,

হে জগতের মানব,

চরিত্রে মানুষ হইও, মানুষ হইও,

মানুষ ছাড়া পৃথিবী ময়লার ডাস্টবিন!

হে সন্তান মানুষ হইও,

পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হইও,

তাঁদের দোয়া বিহীন জীবন নরক—

তুমি পৃথিবীর আবর্জনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...