মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

প্রেমিকার বেশ সাহস

 প্রেমিকাকে বললাম এখন আর প্রেম হবে না—

লেখা হবে না কবিতা,

কবিতাকে মুক্তি দিয়েছে, উড়তে দিয়েছি আকাশে,

অনেক হয়েছে কবিতা লেখা, গান শোনা

মানুষ এখন শব্দ বোমা।


প্রেমিকা বলল,

ঘর এখন জেলখানা মনে হয়, মিছিলে যেতে হবে—

মিছিলে এখন স্বাধীনতার গন্ধ পাই।


প্রেম এখন বিপ্লবী কলম কবিতা খুঁজে,

প্রতিবাদী গান খুঁজে, মুক্তির সন্ধান করে,

কারণ আমাদের উড়তে হবে,

শব্দ বোমা হয়ে কবিতা লিখতে হবে

প্রতিবাদী কবিতা।


প্রেমিকার বেশ সাহস, সে রাজপথে

হাতে হাত রেখে বিদ্রোহ করে,

আর স্লোগান দেয় গলা উঁচু করে

“এক দফা এক দাবি,

স্বৈরাচার তুই গদি ছাড়বি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...