মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নতুন এক বাংলাদেশ

 খুদা আর কবিতা কোনো নিয়ম আইন মানে না,

এরা ক্ষেপে উঠে বজ্রপাতের মতো,

আবার এরা শান্তও বটে—

ঠিক প্রেমিকার ভালোবাসার মতো।

এইযে কবিতা লেখা হচ্ছে জুলাইয়ে

এগুলো আমাদের খুদা,

এই খুদা হচ্ছে আমার ভাইবোনদের—

নির্বিচারে গুলি করে মারার বিরুদ্ধে প্রতিবাদ।

এই খুদা আছে বলেই আমরা বিদ্রোহ করি।

আমরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলি।

আমাদের মৃত্যুর ভয় এখন আর নেই,

এই জুলাই আমাদের শিখিয়ে দিয়েছে—

কিভাবে শির উঁচু করে বাঁচতে হয়।

বোবা, ভীরুর জন্য দেশ প্রেম না।

ভয়কে জয় করে ছাত্র সমাজ নিয়ে আসছে—

নতুন এক বাংলাদেশ।

এই ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজেকে—

ভাগ্যবান মনে করি ‘হে কবি।

আপসোস তাদের জন্য যাদের হাতে কলম ছিলো,

অথচ লিখলো না জুলাইয়ের কবিতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...