মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

চৌত্রিশে জুলাই

 কবিতার কবিরা এখন তোমরা

বিপ্লবী কলমে কবিতা লেখো।

গানের কবিরা এখন তোমরা

প্রাণ খুলে মুক্তির গান গাও।

ছবির কবিরা এখন তোমরা

বিজয়ের ছবি আঁকো।

বাংলার মানুষেরা এখন তোমরা

থেকো না কেউ আর ঘরে বন্ধী।

প্রেমিকাকে নিয়ে কবিতা লেখা বাদ দিয়েছি।

ফুল, ফল, চাঁদ, নারী, আকাশ নিয়ে—

অনেক হয়েছে কবিতা লেখা,

এখন নয়নে আগুন জ্বলে, বুকে বারুদ,

শির শব্দ বোমা,

মিছিল ছাড়া মাথায় কিচ্ছু আসছে না।

হ্যাঁ বলছি সুদিন আসবে,

সে ভালোবাসবে,

ভালোবাসার বন্ধনে জড়িয়ে ধরবে তোমাকে,

প্রিয় প্রেমিকা এখন প্রতিবাদী কবিতা হতে হবে, আর কণ্ঠ হতে হবে বজ্রপাত!

প্রতিবাদ কখনো মেঘ বৃষ্টি ঝড় তুফান বুঝে না,

সে জানে অন্যায়ের প্রতিবাদ করতে হবে।

চৌত্রিশে জুলাই পৃথিবীর মানুষ দেখলো—

বাঙালি বীরের জাতি,

এদেরকে দাবাইয়া রাখা যায় না।

দুই হাজার চব্বিশ লেখা থাকবে বাংলার ইতিহাসে,

কেন্দ্রীয় শহিদ মিনার হলো আরেক ইতিহাসের সাক্ষী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...