মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

এই দুনিয়া দুনিয়া নয়

 গরীবের ধন মাইরা খাইয়া ধনী তুই হইলি 

মানব চরিত্র নষ্ট কইরা পশুর চরিত্র ধারণ করলি, 

মতের অমিল হইলে জেলে আমায় দিবি 

দুর্নীতি কইরা কত আর খাবি? 

এই দুনিয়া দুনিয়া নয় আরেক দুনিয়া আছে 

সে দুনিয়ার হিসাব নিকাশ খোদায় করতাছে। 

কত জ্ঞাণী-গুণী লেইখা গেছে এই জাতির কথা 

তবু স্বভাব ঠিক হইল নারে ব্যাটা, 

বুঝবি মন মানবজনম যেদিন হারাবি 

গাড়ি বাড়ি ধন সম্পদ কবরে নাহি নিতে পারবি, 

সেদিন নাহয় অধমেরে আবার গালি দিস 

তবু মন মানুষ হইয়া তুই মরিস। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...