মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ইদের আনন্দ

 ঘরে ঘরে আয়োজন 

নানা বাহারে সাজে মন 

আকাশে চাঁদ উঠলো হেসে 

হৃদয় আনন্দে ভাসে, 

খোকা খুকি নাচে 

ইদের খুশিতে 

ইদের খুশিতে। 

নতুন জামা কাপড় পরে 

মুসলিম ঈদগাহ ময়দানে 

কাঁধে কাঁধ মিলায় 

করে নামাজ আদায়। 

কোরমা পোলাও কত কি 

খাবে ধনী জ্ঞানী 

গরীবের খবর নিলো কি! 

শোনো ধনী পারো যদি 

বিলিয়ে দাও গরীবের মাঝে 

তোমার ধনের কিছু অংশ খানি, 

রেখে হাত হাতে 

চলো এক সাথে 

তবেই ইদের আনন্দ ছড়িয়ে 

যাবে সকলের মাঝে 

ইদের খুশিতে 

ইদের খুশিতে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অসভ্য

 কেমন বাজে প্রেমিক আমি রাত দিন তোমাকে বিরক্ত করি তোমার সাথে যখন তখন কথা বলা শুরু করি, আমার এই পাগলামি দেখে তোমার ভদ্র সমাজ আমাকে অসভ্য উপাধি...