রবিবার, ৬ জুলাই, ২০২৫

জাতি মাইরা খ্যাতি চায়

 এক ছাগলে কত সাধুর করলো মুখোশ উন্মোচন,

তবু না হইলো রে সত্যবাদী মন।

সব শালারা এখনও নিজেরে দাবি করে সাধু,

চুরি হইয়া গেছে রে কৃষক আবুল ভাইয়ের কদু!

বড় গলায় কথা বলে নয়নের জলে,

জাতি মাইরা খ্যাতি চায়!

পা চাটা চামচারা রাজপথে বলে,

ওরাও আবার বড় গলায় ধমক মারে 'ওরাও বলে—

সবাই নাকি রাজাকার! দেশটা নাকি তার বাবার,

জাতি মাইরা খ্যাতি চায়!

আছে জাতি এক গোলকধাঁধায়,

যুদ্ধ করছে কার দাদায়? কার বাবায়?

এক ছাগলে কত সাধুর করলো মুখোশ উন্মোচন,

তবু না হইলো রে সত্যবাদী মন।

সোনার বাংলা ভালো নেই,

ভালো নেই জাতির সন্তানেরা, সবার মধ্যে এখন যন্ত্রণা!

আছে ভালো শুধু ওরা সাধুর মুখোশ পরলো যারা,

ওই ভন্ড, ওই দুর্নীতিবাজ, ওই পা চাটা দালালেরা,

ভালো আছে কোটি টাকার গাড়িতে চড়া মন্ত্রীরা,

শুধু ভালো নেই, ভালো নেই সাধারণ মানুষ যারা,

হায় 'স্বাধীন দেশে পরাধীন নাগরিক আমরা!

এক ছাগলে কত সাধুর করলো মুখোশ উন্মোচন,

তবু না হইলো রে সত্যবাদী মন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...