রবিবার, ৬ জুলাই, ২০২৫

তাই উঠেনি আজ রবি

 কত আর মুখ বুঝে সবি

এবার দেখা তোর প্রতিবাদী ছবি।

জালিমদের অত্যাচারে

কত জীবন যায় ঝরে,

আকাশ তাই লাল হয়ে

অভিমানে বলে

বাংলায় পা চাটা অনেক কবি!

এখন হলুদ সাংবাদিকে

এখন দুর্নীতিতে

ধর্মের লেবাস পরে

ভরে গেছে বাংলায় অনেক ধার্মিক,

ধর্মের দোহাই দিয়ে

লুফে নিতে চায় গদি!

কত আর মুখ বুঝে সবি

এবার দেখা তোর প্রতিবাদী ছবি।

এখন নয়নে আগুন জ্বলে

বুক শব্দ বোমা হয়ে কথা বলে

দাবাইয়া রাখতে চাইলে

শির হয় পারমাণবিক শক্তি,

কত আর মুখ বুঝে সবি

এবার দেখা তোর প্রতিবাদী ছবি।

শোকে আমার মায়ের বুক হয়েছে লাল!

দেখলাম প্রভাত কাল

তাই উঠেনি আজ রবি!

কত আর বোবা হয়ে থাকবি

কত আর দাস হয়ে বাঁচবি,

এবার দেখা তোর প্রতিবাদী ছবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...