রবিবার, ৬ জুলাই, ২০২৫

এই দেশে গনতন্ত্র নেই

 প্রিয় প্রেমিকা,

আমাদের কথা ছিলো পরন্ত এক বিকেলে আকাশ দেখবো,

আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা হবো একে অপরের,

জুলাইয়ের এক গভীর রাতে আমাদের হবে মহা মিলন,

অথচ তুমি রাজপথে আর আমি কবরে!


প্রিয় প্রেমিকা,

ওরা আমাকে হত্যা করে জানিয়ে দিয়েছে—

এই দেশে গনতন্ত্র নেই,

অথচ আমি জানতাম স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ!


প্রিয় প্রেমিকা,

রক্তে দাসত্ব মিশে গেলে সে শির কখনো মাথা উঁচু করে—

প্রতিবাদ করতে পারে না,

চাইতে পারে না ভাই হত্যার বিচার,

বোন লাঞ্চিত হওয়ার বিচার,

রক্তে দাসত্ব মিশে যাওয়া জাতি দাস ছাড়া আর কি হতে পারে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...