রক্ত এখন আগুন হয়েছে
কণ্ঠ হয়েছে বজ্রপাত
শির হয়েছে পারমাণবিক শক্তি
দাবায়ে রাখার সুযোগ নেই আর।
এখন রক্ত চায় বিচার
কণ্ঠ বলে চাই অধিকার
শির বলে দেশের কথা
জাতীয় পতাকা সবার।
এই বিচার যারা করলে না
এই অধিকার যারা দিলে না
এই দেশের বুকে মারলে মোরে
জাতীয় পতাকা ছিনিয়ে নিয়ে
তারা প্রস্তুত হও জবাব দিতে
আসছি ছুটে গণভবনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন