রবিবার, ৬ জুলাই, ২০২৫

বিজয়ের গান

 শুনিতেছি গান উড়িতেছে বিজয়ের নিশান

গাইতেছি হৃদয় দিয়ে বাংলা মায়ের শান ও মান,

সেই এক বেদানার ইতিহাস

মা আমার বীরাঙ্গনা বোন আমার ধর্ষিতা

ভাইয়ের বুকে গুলি, পিতা বেঁচে আছে নাকি মরে গেছে জানে বিধাতা

দিয়ে তাজা প্রাণ এনেছে বাংলার মান

তাই আজ গাইতে পারি বিজয়ের গান।

সেই এক বেদনার ইতিহাস

২৫শে মার্চ রাতের আঁধারে

পাকিস্তানি সৈন্যরা গুলি চালায় বাঙালিদের উপরে,

রক্তে লাল বাংলার আসমান

তবু মুক্তিযোদ্ধারা ছাড়েনি স্বাধীনতার হাল

কৃষক শ্রমিক ছাত্র যুবক মূর্খ সূর্খ, কেউ ছেঁড়া কাপড় পরে

অনেকে আবার দিনের পর দিন না খেয়ে

১৬ই ডিসেম্বর এনেছে বিজয়ের পতাকা

এনেছে বাংলার স্বাধীনতা।

লজ্জা লাগে আজ হৃদয়ে পাই ব্যথা

ভুলে গেছে এই জাতি একাত্তরের কথা,

টাই কোর্ট পরে কলমের খোঁচায়

দুর্নীতিতে মগ্ন শিক্ষিত সমাজ হায়!

একাত্তরে মূর্খরা করেছিল বাংলা মাকে মুক্ত

আজ শিক্ষিত সমাজ দুর্নীতিতে হয়েছে যুক্ত!

বাংলা মায়ের সম্পদ পাচার করে বিদেশের মাটিতে

ভুলে সেই বেদনার ইতিহাস

কত সাধনার ফলে পাওয়া বাংলার স্বাধীনতা যে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...