রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

আমার সব রং তুমি

 তোমার জন্য আমার বড্ড মায়া হয়,

তোমার কথা খুব মনে পড়ে,

আমার কথা কি তোমার মনে পড়ে?

তোমার জন্য আমার এতো মায়া হয় কেনো?

একটিবারও কি আমাকে তোমার মনে পড়ে না?

জানো, পাখির মায়া হয় গাছের জন্য,

জানো, আকাশের মায়া হয় রংধনুর জন্য,

জানো, মাটির মায়া হয় মৃত মানুষের জন্য,

আমার জন্য তোমার কোনো মায়া হয় না?

আমি তো ঐ গাছের মতোই অসহায়,

ঐ মৃত মানুষের মতোই,

তোমাকে ছাড়া রংধনু হতে পারিনা,

আমার সব রং তুমি, তুমিই অস্তিত্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিজয়ের গান

 শুনিতেছি গান উড়িতেছে বিজয়ের নিশান গাইতেছি হৃদয় দিয়ে বাংলা মায়ের শান ও মান, সেই এক বেদানার ইতিহাস মা আমার বীরাঙ্গনা বোন আমার ধর্ষিতা ভাইয়ের ...