মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

শুধু লিখি না নিজেকে

 মানুষের জন্য প্রেম লিখি

মানুষের জন্য বিচ্ছেদ লিখি

মানুষের জন্য ভাই লিখি

মানুষের জন্য বোন লিখি

মানুষের জন্য মা ও মাটি লিখি

মানুষের জন্য পিতা ও দায়িত্ব লিখি

মানুষের জন্য পুরুষ লিখি

মানুষের জন্য নারী লিখি

মানুষের জন্য ফুল লিখি

মানুষের জন্য ফল লিখি

মানুষের জন্য ঘর লিখি

মানুষের জন্য সংসার লিখি

মানুষের জন্য ধর্ম ও কর্ম লিখি

মানুষের জন্য চাওয়া না পাওয়া লিখি

মানুষের জন্য সবটা লিখি

শুধু লিখি না নিজেকে।


নিজের জন্য প্রেম নাই

নিজের জন্য ঘর নাই

নিজের একটা শখের নারী নাই

অথচ কত নারীরা বলে

কবি আমাকে নিয়ে কবিতা লিখো

কিন্তু কোনো একটা নারী কোনোদিন বলল না

কবি তোমাকে ভালোবাসি

কবি তোমাকেই চাই

কবি তুমি কি হবে আমার

কবির কবিতা সবার হয়

শুধু কবি হয় না কারোর

কবির প্রতি কারোর ভালোবাসা নেই

আছে শুধু তার লেখার প্রতি সহানুভূতি

অথচ কবির বুকে হাহাকার

ভালোবাসা পেতে অসহায়ের মতো

লিখে যায় কবি কতশত কবিতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...