রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

এই ছিল গল্পের কাহিনি

 মেয়েটি গল্প ভালো জানে

ছেলেটি গল্প শুনে মন দিয়ে মনে।

একদিন জিজ্ঞেস করে তাই

বলো তো গল্পে কি বুঝাই।

গল্প তো তেমন বুঝি না

বুঝি না আমি কবিতাও হায়

তুমি বলো শুনি।

ধ্যান দিয়ে শোন আমার হৃদয়ের ধ্বনি।

আজব মানুষ হায়

কি বললাম আর কি উত্তর ধরায়।

উত্তর আমি কিছুই জানি না

গল্পের একটি লাইন সেরা

যদি না তুমি এর অর্থ বুঝো হে

গল্পের কাহিনি মিথ্যে।

সেদিন হতে ছেলেটি গল্পের অর্থ খুঁজে

মেয়েটি আকাশে তার ছবি আঁকে।

এই ছিল গল্পের কাহিনি

কবিতার ছন্দে লিখে রাখলাম আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...