মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

তারাও তো ভাই মানুষ

 দারোয়ান হতে পারে অমানুষ তো নয় 

তবে কেন তার সাথে মিছে অভিনয়। 

স্বার্থের প্রয়োজনে মুখে মিষ্টি কথা 

স্বার্থ শেষে বলো তিতে কথা। 

দারোয়ান হতে পারে অমানুষ তো নয়। 

অপরাধ না করেও হয় দোষের ভাগী 

তবু তারা কারো উপরে কখনো রাগ করেনি। 

দারোয়ান হতে পারে অমানুষ তো নয়। 

দারোয়ান হুকুমের দাস হুকুম মেনে পথ চলে 

কেন তারে দোষী বানাও নিজ স্বার্থে। 

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালতে, বাসাবাড়ি 

সব জায়গায় দারোয়ান প্রয়োজন জেনে রাখো তুমি যে। 

তারাও মানুষ, তাদেরও আছে মন, তারা এই সমাজেরই অংশ ভাই 

তাদের সঙ্গে খারাপ আচরণ করিও না কেউ তাই বলে যাই। 

দেখেছি এই সমাজে দারোয়ানদের কত দায়িত্ব থাকে কাঁধে। 

জীবনের চেয়ে দায়িত্ব বড় বুঝবে যেদিন 

তারাও যে মানুষ বলবে তুমি সেদিন। 

দারোয়ান হতে পারে অমানুষ তো নয় 

তারাও মানুষ, হোক মনুষ্যত্বের জয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...