বছর ঘুরে এলো
মহা উৎসব, দুর্গা পূজারে
দলে দলে যায় সবাই পূজা মন্ডপে।
নতুন জামা কাপড় পরে
দুঃখকে বিদায় দিয়ে,
থালায় ফুল সাজিয়ে
ঢাক ঢোল বাজিয়ে,
হাসি মুখে করবে বরণ
মা-দেবীরে।
মায়ের আগমনে
মন আনন্দে দোলে,
ঘর হইলো আলো
দেবী-মা ঘরে এলো।
বিনাশ করে অশুভ শক্তি,
শুভ শক্তির প্রতীক
মা-দুর্গা দেবী।
করিয়া মায়ের চরণে প্রেমও ভক্তি
দূর করে নেও
নিজের অশুভ শক্তি!
বছর ঘুরে এলো
মহা উৎসব, দুর্গা পূজারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন