শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

লেজ ছাড়া কুকুর

দেশকে যদি এতোই ভালোবাসেন দূর্নীতি ক্যান করেন 

দেশের মানুষকে যদি এতোই ভালোবাসেন তাদের হক ক্যান মারেন 

দেশ আর দেশের মানুষকে যদি এতোই ভালোবাসেন 

দেশের সম্পদ বিদেশে ক্যান জমা রাখেন? 

বঙ্গবন্ধুর বচন ‘সবাই পেয়েছে সোনারখনি, আমি পেয়েছি চোরেরখনি’ মিথ্যা নহে 

সোনার এই বাংলাতে মানুষের ঘরে অমানুষের জন্ম হয়েছে! 

নারী তুমি মানুষ বলো কারে 

মানুষ আমি খুঁজিয়া বেড়াই সকলের দুয়ারে। 

ফেসবুকে ধর্মের বাণী, সকলে দেখি সাধু দরবেশ জ্ঞানী 

নিজ স্বার্থে একবিন্দু আঘাত পরলেই জ্ঞানী হয়ে ওঠে হিংস্র প্রাণী। 

হে নারী, 

পুরুষ বলেই পুরুষকে তুমি দেবতা বানিও না, 

পুরুষ যদি মানুষ হয় 

তারে তুমি দেবতা বানাও 

তুমি হও দেবী। 

আমি মানবের যেখানে আমার জন্ম 

নাহি যদি বুঝি তার মর্ম, 

তারে তুমি মানুষ বলিও না। 

হে নারী, 

পুরুষ বলেই পুরুষকে তুমি দেবতা বানিও না, 

দেবতার বিশেষ গুণ থাকে 

সে নারীর মান বুঝে। 

হে নারী, 

খুব সহজে এই সমাজে জ্ঞানের বাণী তুমি পাবে 

প্রেমিক পাবে না ধর্ষিতা হবে! 

তুমি ঘরে চুড়ি পরে বসে থেকো না আর, 

হে নারী, 

তুমি দেবী হও 

পৃথিবীটাকে মানুষের করো 

নারী হয়ে নারীর জন্য লড়ো। 

আমার বোন নয় কোনো পণ্য 

মানুষ হয়ে স্বাধীন ভাবে বাঁচতে হয়েছে তার জন্ম, 

নারী আমার মা 

নারী আমার বোন, 

এই নারী আমার দেবী 

নারীর পূজা আমি করি। 

যাদের চিন্তায় নারী মানেই বাজারের পণ্য 

বুঝে নিতে হবে অমানুষের হয়েছে জন্ম। 

নারীর চরণতলে দেখেছি স্বর্গ 

নারীর সেবাতে আমার হয় ধর্ম। 

দেশকে যদি এতোই ভালোবাসেন দূর্নীতি ক্যান করেন 

দেশের মানুষকে যদি এতোই ভালোবাসেন তাদের হক ক্যান মারেন 

দেশ আর দেশের মানুষকে যদি এতোই ভালোবাসেন 

দেশের সম্পদ বিদেশে ক্যান জমা রাখেন? 

বঙ্গবন্ধুর বচন ‘সবাই পেয়েছে সোনারখনি, আমি পেয়েছি চোরেরখনি’ মিথ্যা নহে 

সোনার এই বাংলাতে মানুষের ঘরে অমানুষের জন্ম হয়েছে! 

দূর্নীতি, নারী ধর্ষণ, শিশু নির্যাতন 

সুযোগ পেলেই খাচ্ছে মেরে অন্যের ধন। 

ধর্মের নামে ব্যবসা 

টকশোতে বসে নীতি কথা, 

গরীবের হক মেরে খেয়ে ধনী হয় কত ব্যাটা। 

বঙ্গবন্ধু পারেনি পারেনি জিয়া 

এই জাতিকে বেসে ভালো মন উজার করিয়া, 

এরশাদ নয় বছর করে শাসন 

পায়নি এই জাতির মন, 

বলো খালেদা বলো হাসিনা 

এই জাতির স্বার্থে আঘাত পরলেই রাষ্ট্রপ্রধানের করে মৃত্যু কামনা!

দোষ তো নয় রাষ্ট্রপ্রধানের দোষ তো নয় দেশের 

দোষ তো আমাদের চরিত্রে। 

মানবরূপে দানব আমরা লেজ ছাড়া কুকুর 

গৃহপালিত পশু তার মনিবকে চেনে আর আমরা সৃষ্টির সেরা হয়ে চিনি না প্রভু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...