রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

সুখী মানুষ

 সুখী মানুষ হাসতে ভালোবাসে 

সুখী মানুষ গান গাইতে ভালোবাসে 

সুখী মানুষ কবিতা পড়তে ভালোবাসে 

সুখী মানুষ বই পড়তে ভালোবাসে 

সুখী মানুষ লিখতে ভালোবাসে। 

সুখী মানুষ অন্যের দুঃখ ঘুচে দেয় 

অন্যের দুঃখে কাঁদে, নিজের সুখ বিলিয়ে 

সুখী মানুষ নিজের দুঃখ ভুলে। 

সুখী মানুষ অন্যের উপকার করে যায় নিঃস্বার্থে, 

আর দুঃখী মানুষ 

অন্যের সমালোচনা করতে করতে 

একদিন ডুবে মরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...