রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

আমরা মানুষ ভালোই ছিলাম

 আমরা মানুষ ভালোই ছিলাম খারাপ ছিলাম কবে 

স্বার্থের জন্যই মিশে গেছি আজ পাপের কাজে! 

দেশ আমার ভালোই ছিলো খারাপ ছিলো কবে 

স্বার্থের জন্যই জাতি আজ দেশকে ব্যবহার করে!

দেশ আমার ভালোই ছিলো খারাপ ছিলো কবে 

স্বার্থের জন্যই দূর্নীতি আজ মিশে গেছে রক্তে!

ভালোবাসা পবিত্র ছিলো অপবিত্র ছিলো কবে 

প্রতারকদের কারণেই আজ ভালোবাসাকে অপবিত্র বলে! 

দেশ আমার ভালোই ছিলো, মানুষগুলো ভালোই ছিলো খারাপ ছিলো কবে 

স্বার্থের জন্যই মানুষগুলো অমানুষের রূপ ধারণ করে! 

ও পাপী মন প্রত্যেকদিন মন থেকে একবারও যদি মৃত্যুকে করতে স্মরণ 

তুমি করতে না আর পাপ কাজ, থাকতে ভালো সারাজীবন।

তুমি মানুষ ভালোই ছিলে খারাপ ছিলে কবে 

মৃত্যু তোমার সুন্দর হবে, সৎ পথে চলিলে। 

আমরা মানুষ ভালোই ছিলাম মায়ের কোলে 

লোভ তোমায় নিয়ে গেছে অন্ধকার জগতে! 

দেশ আমার ভালোই ছিলো খারাপ ছিলো কবে 

তুমি মানুষ ভালোই ছিলে জন্ম যেদিন নিলে, 

আজ তুমি খারাপ হলে আলোর পথ ভুলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...