রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

আত্মার সুরতে

 হিন্দু তুমি দেবতা খোঁজো মন্দিরে 

মুসলিম তুমি আল্লাহ্ খোঁজো মসজিদে 

খ্রিস্টান তুমি ইশ্বর খোঁজো গির্জায়

বৌদ্ধ তুমি পেয়েছো প্রভু কোথায়?

হিন্দু তুমি মুসলিম দেখলে করো ছি 

মুসলিম তুমি হিন্দু দেখলে তা! 

পারবে কি তৈরি করতে মানুষ? কোথায় দেবতা। 

মসজিদ, মন্দির, গির্জায়, ইশ্বর থাকে বলে যারা 

ভণ্ড, প্রতারক, মূর্খের-দল তারা, 

তারা ধর্ম ব্যবসায়ী, তারা মানুষ হত্যাকারী, 

নাই নাই মসজিদ মন্দির গির্জায় প্রভু নাই। 

‘কুলুবুল মুমিনিনা আরশুল্লা।’

মোমিন ব্যক্তির মাঝে খোদার ঠিকানা।

আমি হিন্দু নই আমি মুসলিম নই, নই আমি বৌদ্ধ, খ্রিস্টান 

‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ 

আমি মানুষ হতে চাই। মানুষের গান গাই। 

নাই নাই মসজিদ মন্দির গির্জায় প্রভু নাই। 

‘কুলুবুল মুমিনিনা আরশুল্লা।’

মোমিন ব্যক্তির মাঝে খোদার ঠিকানা।

হিন্দু তুমি দেবতা খোঁজো মন্দিরে 

মুসলিম তুমি আল্লাহ্ খোঁজো মসজিদে 

খ্রিস্টান তুমি ইশ্বর খোঁজো গির্জায়

বৌদ্ধ তুমি পেয়েছো প্রভু কোথায়?

যে ব্যক্তি মানুষের প্রতি সদয় নন 

আল্লাহ্ও তার প্রতি সদয় নন, 

মানুষের অন্তরে দিওনা কেউ ব্যথা 

পাবে না আল্লাহ্, তুমি পাবে না ইশ্বর তোমার দেবতা। 

মুসলিম তুমি হিন্দু দেখলে করো ছি 

হিন্দু তুমি মুসলিম দেখলে তা!

পারবে কি তৈরি করতে মানুষ? কোথায় দেবতা। 

ক্ষমা করে দিও ‘হে প্রিয় মানুষ, 

যদি দিয়ে থাকি তোমাদের মনে ব্যথা। 

‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ 

আমি মানুষ ভালোবেসে যাই। মানুষের গান গাই। 

আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নই, 

মানুষ হতে চাই, আত্মার সুরতে মানুষ যেন হই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...