রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

নেমে এসেছে

 আনন্দ জিনিসটা কী ভুলে গিয়েছি বহু আগে 

ভুলে গিয়েছি সুখ জিনিসটাও কী 

হতাশা নেমে এসেছে এই জীবনে বহুবার 

ভয় নয় 

দুঃখ দিয়ে মোকাবেলা করেছি। 

মানুষ সুখ সুখ করে হতাশ 

আমি তা ভুলে থাকি 

দুঃখ নিয়ে বেশ ভালোই আছি, 

সুখ নামের শব্দটাই 

মানুষকে বেশি হতাশ করে দেয়। 

মানুষ ভুল করে করতেই পারে 

মানুষ তো, মানুষেরই ভুল হয় 

তবে বারবার ভুল করলে 

তা আর ভুলের মাঝে সীমাবদ্ধ থাকে না, 

হয়ে উঠে চুপে চুপে কান্না। 

আমি ভুল করে 

ফুলের কাছে চেয়েছিলাম ফুল। 

আনন্দ জিনিসটা কী ভুলে গিয়েছি বহু আগে 

ভুলে গিয়েছি সুখ জিনিসটাও কী 

হতাশা নেমে এসেছে এই জীবনে বহুবার 

ভয় নয় 

দুঃখ দিয়ে মোকাবেলা করেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...