শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মানুষের পূজা করি

 পুরুষ যদি মানুষ হয়ে আঁকতো নারীর দৃশ্য 

নারীর দৃশ্যে খুঁজে পেতো সে মহা এক বিশ্ব। 

নারীতে যে তার জন্ম, নারীতে যে তার মরণ 

জন্ম মরণের ভেদ খুঁজে পেয়ে হতো সে অমর। 

নারী দেয় গায়ে পর্দা পুরুষ তুমি দাও চোখে 

নয়তো তোমারই বোন তোমার হাতে ধর্ষণের শিকার হবে! 

নারী জাতি মা জাতি তুমি পুরুষ পিতা 

নারীকে বানাও দেবী তুমি হও দেবতা। 

কেমন পুরুষ তুমি ভোগবিলাসের জন্য ধরো

যৌন শিকারে এই নারীকে মারো! 

একদিন তোমার মেয়েও হতে পারে অন্যের হতে 

সে কথা কি ভাবো? 

ইতিহাস ফিরে এসে কথা বলে বার-বার 

যৌবন চিরকাল থাকে না যে আর, 

অসময়ের সঙ্গী হয় না যে কেউ 

তোমার পাপে তুমি মরবে 

সেদিন কান্না মোছার তোমার পাশে থাকবেনা যে কেউ। 

নারী যদি দেবী হয় পুরুষ তুমি হও দেবতা, 

সকল নারী পুরুষকে আমি মানুষ বলি না 

স্বভাবে যে সুন্দর তারে দেবতা কিংবা দেবী বলি 

আমি মানুষের পূজা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...