শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সোনার দেশে সোনার ছেলে

 প্রতিদিন নারী হয় ধর্ষণ হয় নারী নির্যাতনের শিকার 

সব খবর ছাপা হয় না কাগজের পাতায় 

অনেক খবর রয়ে যায় অজানা 

ধর্ষণ হওয়া নারী ছাড়া কেউ জানে না, 

ভালোবাসার দোহাই দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে 

প্রেমিক নয় প্রতারক নারী জানার পরে গোপনে কাঁদে, 

তোমরা ওদের প্রেমিক বললেও আমি বলি ধর্ষক যে। 

ফেসবুক টাইমলাইনে নারীকে নিরাপত্তা দাও হে 

তোমার ডানে বামে কত নারী নিরাপত্তাহীনতায় ভুগে 

অনেক ধর্ষক আছে ফেসবুকে বন্ধুত্বের ছলে 

অশ্লীল কথা, ভিডিও, পাঠায় তোমার আমার বোনকে, 

জ্ঞানের বাণী দেয়া খুবই সহজ সবাই দিতে জানে 

তোমার দ্বারা নারী নিরাপত্তা পায় কি ভবে?

পতিতালয়ে নারী করে উপার্জন তুমি করো দেহ বিক্রি 

নারী যে মা, সে মাকে তুমি আজও সম্মান করতে পারোনি। 

যে স্বামী যৌতুকের জন্য বউ পিটায় 

সে তো স্বামী নয় লেজ ছাড়া কুকুর হায়, 

যে পুরুষের চোখে নারী মা, নারী বোন 

নারীদেরকে মর্যাদা দিতে জানে তাকেই পুরুষ বলে, 

জ্ঞানের বাণী ধর্মের বাণী সবাই দিতে জানি 

পুরুষ হয়ে নারীর জন্য কতটুকু করি? 

যেখানে তোমার জন্ম নাহি যদি বোঝো তার মর্ম 

কিসের মানুষ তুমি! ‘হে সোনার ছেলে মায়ের সেবাই ধর্ম। 

সোনার দেশে অমানুষের হয়েছে জন্ম 

অর্থ আর ক্ষমতার জোরে মনগড়া ধর্ম, 

নারী ধর্ষণ, শিশু নির্যাতন, নেই কঠিন আইন সোনার দেশে 

কেমন মা তুমি? তোমার দেশে আমার বোন হারায় মানইজ্জত যে, 

বাংলার বীরাঙ্গনা নারীরা যদি আসে ফিরে 

তোমার হয়ে করবে বিচার ধর্ষিতা নারীদের পক্ষে। 

ধর্ষিতা মেয়ের বাবার নামের জায়গায় বঙ্গবন্ধুর নাম 

ধর্ষিতা মেয়ের ভাইয়ের নামের জায়গায় লিখে দিও আমি অধমের নাম, 

ভাই হয়ে করতে পারিনি আমার বোনের সম্মান রক্ষা 

মাথা উঁচু করে বোনের সামনে দাঁড়াতে পারিনি হে খোদা, 

নারীর অপমানে যদি না কাঁদে তোর মন, 

কিসের মানুষ কিসের পুরুষ তুই অমানুষ একজন! 

১৯৭১ এ আমি গর্বিত বাংলাদেশ 

২০২০ এ আমি লজ্জিত বাংলাদেশ। 

সোনার দেশে অমানুষের হয়েছে জন্ম 

অর্থ আর ক্ষমতার জোরে মনগড়া ধর্ম, 

জ্ঞানের বাণী সবাই দিতে জানে 

মানুষ হয়ে মানুষের উপকার করে ক’জনে? 

প্রতিদিন নারী হয় ধর্ষণ হয় নারী নির্যাতনের শিকার 

সব খবর ছাপা হয় না কাগজের পাতায় 

অনেক খবর রয়ে যায় অজানা 

ধর্ষণ হওয়া নারী ছাড়া কেউ জানে না, 

ভালোবাসার দোহাই দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে 

প্রেমিক নয় প্রতারক নারী জানার পরে গোপনে কাঁদে, 

তোমরা ওদের প্রেমিক বললেও আমি বলি ধর্ষক যে। 

কিসের পুরুষ তুমি! তোমার দ্বারা নিরাপদে যদি না থাকে নারী! 

নারীকে যে মর্যাদা দিতে জানে তাকেই মানুষ বলে, 

তুমি মানুষ হও সোনার দেশে সোনার ছেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...