শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

তখন তুমি বললে

 আকাশ আমাকে গ্রহণ করল না

বলল আত্মা আমার ঘুমন্ত

জমিন আমাকে গ্রহণ করল না

বলল দেহ আমার পাপিষ্ঠ,

তুমি আমাকে গ্রহণ করলে

আমি অবাক হলাম

তখন তুমি বললে

"দেহকে তুমি বিলন করতে পারো

এবং আত্মাকে পারো শুদ্ধ করতে"

এরপর আমি তোমার পথ বেছে নিলাম

তুমি আমাকে পবিত্র জুম্মার দিনের মতো

শুদ্ধ করে দাও

আমি হয়ে উঠি তোমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...