মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

মুখোশদারি

বাহিরে দেখিতে খুবই সুন্দর 

মনে হয় যেন দেবতার অংশ, 

আসলে ওরা স্বার্থবাদী 

লেবাসদারি মানুষের মুখোশ পরা। 

নিজ স্বার্থের জন্য ওদের মুখে মিষ্টি কথা 

স্বার্থ ফুরিয়ে গেলে,

ভেসে ওঠে ওদের আসল চেহারা। 

ওদের অনেক গুণ থাকে 

কখন কাকে কোন কথা বলে, 

সহজে বশ করা যায় যে। 

ওরা মুখোশদারি ওরা লেবাসদারি 

সেজেছে নায়েবে নবি! নাই ওদের চরিত্র 

ওরা বহুরূপি। 

ওরা সমাজের সুন্দর সুন্দর দায়িত্বে বসে 

সেজে আছে হাজি, 

নাই ওদের চরিত্র, ওরা মুখোশদারি। 

ভালো মানুষগুলো সমাজে ভালো কাজ 

করতে পারে না সহজে, 

অবহেলিত, লাঞ্চিত, পায় ঘৃণা নেই সম্মান 

লেবাসদারিদের কারণে। 

বাহিরে দেখিতে খুবই সুন্দর 

মনে হয় যেন দেবতার অংশ, 

আসলে ওরা স্বার্থবাদী 

ভালো মানুষের মুখোশ পরা 

ওরা মুখোশদারি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...