বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

মেয়েটির আজ মনখারাপ

 শোনো মেয়ে তোমার মনখারাপের দিনে

আমার যন্ত্রণা হয় জেনে,

তুমি হয়তো বোকা একটা মেয়ে

তাই মনখারাপ হয় তোমার যে।

আজ-কাল কে কাকে রাখে মনে

কে কার মাথায় রাখে হাত

কে চায় ঘুম নষ্ট করে দেখতে প্রভাত?

দেখো মেয়ে শীতের সকালে

পাখিদের খেলা,

ঘাসেরা বাতাসে দোলে

তুমি বদ্ধ ঘরে একলা!

তুমি সকাল দেখো, বাহিরে এসো

তোমার রংতুলিতে প্রেম এঁকো।

শোনো মেয়ে, সুখের ভাগীদার আছে অনেকে

দুঃখের ভাগীদার নিজে,

বদ্ধ ঘরে অন্ধকারে কাঁদলে কি আর সুখ মিলে?

মেয়ে, তোমার খোঁপার জবা হবো

অবহেলা করলে ধূলি হবো,

তোমার চরণে জড়িয়ে রবো।

মেয়েটির আজ মনখারাপ

খাচ্ছে না খাবার সে

তাতে কার ক্ষতি হচ্ছে! ভাবছি বসে,

শোনো মেয়ে, তুমি হাসো

কবিতা পড়ো,

তোমার রংতুলিতে যা ইচ্ছে আঁকো।

মেয়ে, তোমার মনখারাপ হলে

আমার ভালো লাগে না কিছু,

তুমি নাকি আমি কে অবুঝ শিশু?

তুমি রঙিন হও রংতুলির রঙে

মন তোমার ভালো হোক মনখারাপ ভুলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...