শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ধনী হয় অনেক লোকে

 -১

গরীবের দুঃখের কথা লিখে 

ধনী হয় অনেক লোকে, 

গরীবের দুঃখ গরীবেরই থাকে 

দুঃখ আর ঘুচে দেয় কে? 

কোরমা পোলাও কতকিছু খায় 

ক্ষুধার্ত মানুষের খবর কে রাখে ভাই? 

গরীবের দুঃখের কথা লিখে 

ধনী হয় অনেক লোকে। 


-২

গরীবের টাকায় হয়েছেন ধনী 

গরীবের পেটে মারেন লাথি! 

এতোই যখন ইচ্ছে পরিস্কার করতে এই শহর 

আসুন না আগে পরিস্কার করি নিজের অন্তর। 


-৩

পৃথিবী চুপচাপ কোথাও নেই প্রতিবাদী ঝড়, 

সবাই এখন ব্যস্ত নিয়ে যার যার স্বার্থ, 

শয়তান ফিরে গেছে তার ঠিকানায়, 

অমানুষগুলো চুষে খাচ্ছে এই সমাজ হায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...