শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

শুভেচ্ছা

 ঘুরে ঘড়ির কাটা 

যায় চলে যায় সময় চলে যায়, 

দিন শেষে সূর্য মামা লুকায়। 

সকাল থেকে সন্ধ্যা করে সবাই ধান্দা, 

রাতে শহর ঘুমায়। 

৬০ মিনিটে এক ঘন্টা 

ভালো থাকুক সবার মনটা, 

দুঃখ-হাসি বেদনায়! 

যায় চলে যায় সময় চলে যায়। 

সপ্তাহ ঘুরে মাস আসে চলে দিন ঘুরে 

মাস শেষ হয় নতুন মাস শুরু, কার টাকা কার পকেটে গুরু 

যায় চলে যায় দিন চলে যায়। 

১২ মাস শেষ হলে শেষ একটি বছর, 

ভুলে গিয়ে করো গ্রহণ নতুন আরেকটি বছর। 

সূর্য উঠুক চাঁদ হাসুক ভুলে পিছের ব্যথা, 

বলবে সবাই নতুন বছরে নতুন ভাবে কথা। 

সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। 

যায় চলে যায় বছর চলে যায়, 

কেউ কিছু হারায় কেউ নতুন কিছু পায়। 

কাটুক দিন সবার ভালো

আঁধার রাতে দুঃখীর ঘরে জ্বালাও সবাই আলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...