শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কার পানে কে চায়

 ধনী খায় গরম ভাত সাথে ইলিশ মাছ, 

আমি খাই পান্তার সাথে কচু শাক 

গলা ধরেছে- 

তার চেয়েও বড় যন্ত্রণা হৃদয়ে মোর খুব, 

গরীব বলে করে সবাই অবহেলা 

অসহায় মানুষের অভাবে কাটে দিন বেলা। 

নতুন জামা কাপড় পরে 

ধনী খায় গরম ভাত সাথে ইলিশ, কত কিছু রে 

সোনার গহনা বউয়ের গলায় ওরে 

ঐ-তো এক বাড়ির পরে, 

চৌধুরী সাহেব থাকেন ঘরে। 

টেলিভিশনে দেখা যায় 

বাণী দিচ্ছে বড় বড় হায়! 

কে গরীব কে ধনী 

কিছুই নাহি আমরা চিনি, 

হাসি বড্ড পায় শুনে কথা হায় 

কে কারটা মেরে খায়? 

অসহায় মানুষ কাঁদে ক্ষুধায় 

কার পানে কে চায়, 

শুধু আমার আমার করে যায়। 

আমি খাই পান্তার সাথে কচু শাক 

গলা ধরেছে- 

তার চেয়েও বড় যন্ত্রণা হৃদয়ে মোর খুব, 

গরীব বলে করে সবাই অবহেলা 

অসহায় মানুষের অভাবে কাটে দিন বেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেমন কবিতার দেশ

 সবুজ বৃক্ষ ঘৃণা করে মুখ ফিরিয়া নেয় অভিমানে, পাখির সাথে কথা বলি সে আমারে দেয় গালি, জমিন ফাটিয়া আমারে বলে অনেকেই পা চাটার দলে, লজ্জিত কলমের ক...