শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কঠিন কাল

 এখানে মরে ওখানে মরে 

ঘরে মরে ঘরের বাহিরে মরে, 

সেনাবাহিনী মরে পুলিশের গুলিতে 

লেবাননে মরে মানুষ বিস্ফোরণে, 

ট্রলার ডুবে মরে মানুষ 

তবু তোমার নেই হুঁশ। 

মসজিদ ভেঙে পাবে কি ভগবান 

মন্দির ভেঙে আল্লা?

জাত ধর্ম নিয়ে বিদ্বেষ ঘটাও 

বামন পণ্ডিত মোল্লা। 

মানুষ তুমি মানুষ হয়ে বেঁচে মরো 

শুনেছি মানুষের মাঝে ইশ্বর থাকে তুমি মানুষ ধরো। 

মানুষ বেঁচে থাকা কঠিন হয়েছে এই কালে 

তোমরা আছো মজে হিংসা অহংকারে, 

মহামারিতে মানুষ মরে দেশে দেশের বাহিরে 

বেঁচে আছো তুমি, শুকরিয়া আদায় করো প্রভুর ধারে। 

চারিদিকে মৃত্যুর খবর, নেই তোমার হুঁশ 

এখানে মরে ওখানে মরে মরে কত মানুষ। 

চোরদের মুখে মধুর কথা, বিক্রি হয় মাথা 

কে দেয় ঘুচে কার দুঃখ ব্যথা? 

দূর্নীতি করে বাড়ি গাড়ি গড়ে 

যে যেমনে পায়, খায় নিজের মতো করে 

মরে গেলে কী খাবে মাটির ঘরে? 

সৎ ব্যক্তির হাতে হাতকড়া পরায় রে 

মরে মরে আজ মানুষের আদর্শ ওরে! 

মানুষ হয়ে বেঁচে থাকা কঠিন এই কালে। 

ভণ্ডরা পরেছে ধার্মিকের লেবাস 

দেখলাম বাংলা জুড়ে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ওরা আমার মেধা কাইরা নিতে চায়

 বায়ান্নতে জীবন দিছে রফিক চব্বিশে জীবন দিছে কতজনে একি, ইতিহাস ঘুরে-ফিরে আসে জানো নাকি? কারবালার রক্ত বাংলার জমিনে, দিয়েছে জীবন হয়েছে শহিদ নর...