শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বৃষ্টি মানে আমার কাছে

 বৃষ্টি মানে আমার কাছে নয়তো গরম খিচুড়ি

বৃষ্টি মানে আমার কাছে নয়তো গোস্তো ভূনা কিংবা খাসি। 

বৃষ্টি হলে তোমাদের হৃদয়ে রঙ ধরে 

নানা বাহারের খাবার তোমাদের চুলায় চড়ে 

বৃষ্টি হলে ছুটে যাও বাড়ির ছাদে 

আনন্দে ভিজে গাও গান আয় বৃষ্টি ঝেপে, 

বৃষ্টি হলে ভালোবাসার মানুষের জন্য লিখো কবিতা 

টাইমলাইনে পোস্ট দাও রোমান্টিক রোমান্টিক কথা 

বৃষ্টি হলে পেয়ে যাও পৃথিবীর সব সুখ 

আমার কাছে বৃষ্টি মানে দুখ আর দুখ। 

বৃষ্টি হলে মনে পড়ে হৃদয়ে যাদের ব্যথা 

ঘরহীন ফুটপাতে ঘর বানিয়ে থাকা সে মানুষগুলোর কথা 

মনে পড়ে আমার দিন আনে দিন খায় 

রিকশাচালক ইদ্রিস ভাইয়ের কথা, 

চাইলে সে ভিজতে পারে না জ্বরের ভয়ে বৃষ্টিতে 

ঔষধ তার খেতে হয় নিয়মিত অনেক রোগ গায়ে। 

বৃষ্টি হলে তোমাদের হৃদয়ে সুখ আর সুখ 

খবর কি কেউ নিয়েছ এই মানুষগুলোর হৃদয়ে কত দুখ?

ঢাকার শহর পানিতে তলিয়ে যায় যখন 

ফুটপাতে থাকা মানুষগুলো কী খায়? কোথায় থাকে তখন! 

গ্রামগঞ্জে বন্যায় যে মানুষগুলো ভাসে 

তাদের দুঃখ সবাই বুঝে না, অনেকে দেখি হাসে 

বিদ্যুত ছাড়া থাকা যায় পানির ওপর নয় 

পানিতে থাকা মানুষগুলোর জীবন অনেক বেদনাময়। 

বৃষ্টি আর বন্যা আমার ভালো চায় না 

এই মানুষগুলোর জন্য হৃদয়ে জমেছে অনেক কান্না, 

বৃষ্টি হলে তোমাদের হৃদয়ে রঙ ধরে 

আকাশে মেঘ দেখলে এই মানুষগুলোর জন্য আমার হৃদয় পুড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জাতি মাইরা খ্যাতি চায়

 এক ছাগলে কত সাধুর করলো মুখোশ উন্মোচন, তবু না হইলো রে সত্যবাদী মন। সব শালারা এখনও নিজেরে দাবি করে সাধু, চুরি হইয়া গেছে রে কৃষক আবুল ভাইয়ের ক...