শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

তোমার দুনিয়া

 এই তোমার দুনিয়ারে দয়াল 

এই তোমার দুনিয়া 

স্বার্থের জন্য আপন মানুষ 

যা ছাড়িয়া, 

এই তোমার দুনিয়ারে দয়াল 

এই তোমার দুনিয়া। 

সুখে থাকার লাগি 

কতজনে কাঁদে 

সুখে থাকলে কি আর 

তোমারে ডাকে, 

এই তোমার দুনিয়ারে দয়াল 

এই তোমার দুনিয়া। 

তুমি কোথায় আমি কোথায় 

না খুঁজিলাম 

না বুঝিয়া হিসাব নিকাশ 

ভুল অংক করিলাম, 

এই তোমার দুনিয়ারে দয়াল 

এই তোমার দুনিয়া। 

মরে গেলে পড়ে থাকে 

মাটির উপরে 

বাড়ি গাড়ি সবই রেখে 

যায় কবরে, 

এই তোমার দুনিয়ারে দয়াল 

এই তোমার দুনিয়া। 

জানে সবাই মানে কজন 

হবে যে একদিন মরণ 

সোজা হয় না পাপী মন, 

এই তোমার দুনিয়ারে দয়াল 

এই তোমার দুনিয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...