শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ইছামতি নদীর বাচ্চু মাঝি

 রূপে সে রূপবতী, চোখে চশমা ঠোঁটে লিপস্টিক মুখে হাসি 

কেউ কেউ ডাকে আপা, 

বুদ্ধির অভাবে নিজের স্বভাবে ধরা পড়েছে চাপা। 

টকশোয়ে বসে নীতি কথা 

ধান্দা আর দূর্নীতি করে আজ ধনী সে ব্যাটা, 

আছে সেলফি তার সাথে 

বাংলার বহু মানি লোকের। 

দোষ কি সব ইছামতি নদীর বাচ্চু মাঝির? 

আচ্ছা পরিদর্শক মাহফুজুর রহমানের মেয়ে ঐশীর খবর কি?

ফেসবুকে চিন্তাবিদ আর পণ্ডিতরা কথা কয় টিপে লিখে 

ক্রসফায়ার কিংবা দে ফাঁসি দে। 

আমি শালার কলুরবলদ কিছুই না পারি 

চোখ আছে দেখি, কান আছে শুনি 

মুখে তালা মেইড ইন চায়না। 

আমার সোনার বাংলাদেশে 

বাগান তৈরি করতে খরচ হয় 

দুইকোটি চব্বিশ লক্ষ টাকা রে! 

এই দেশে সবাই সাধু

চুরি হয় কৃষকের লক্ষ টাকার কদু, 

সম্মানিত ব্যক্তির সম্মান নাই 

দূর্নীতিবাজ চড়ে হেলিকপ্টারে ভাই। 

বাংলার আইন কি এমন করা যায় না? 

দূর্নীতিবাজদের অর্থ সম্পদ গরীবদেরকে দিলে খারাপ হয় না। 

রূপে সে রূপবতী, চোখে চশমা ঠোঁটে লিপস্টিক মুখে হাসি 

অমন মেয়ে বিয়ে করা দোষের কিছু না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিখুঁত ভালোবাসা

 আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যারে দিয়েছিলাম আমার নিখুঁত ভালোবাসা,  আমি ঘৃণা করি ঐ মেয়েটিকে  যার অভিনয় আর মিথ্যে প্রতিশ্রুতিকে ভেবেছিলাম ভালোবাস...